ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে ফ্যাশন শো চলাকালীন ব়্যাম্পেই মারা গেলেন ২৪ বছরের ভারতীয় মডেল বংশিকা চোপড়া।
রবিবার (১১ জুন) নয়ডা ফিল্ম সিটি এলাকার লক্ষ্মী স্টুডিওতে ফ্যাশন শো র সময় হঠাৎ লাইটিং ট্রাস ভেঙে পড়ে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ফ্যাশন শো চলাকালীন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লাইটিং ট্রাস এর ঠিক নিচে হাঁটছিলেন মডেল বংশিকা। এ সময় লাইটিং ট্রাস ভেঙে পড়ায় আহত হন তিনি। এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
সংবাদমাধ্যমকে জানান, ‘এটি একটি সাধারণ ফ্যাশন শো ছিল এবং উচ্চাকাঙ্ক্ষী মডেলদের অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। রুমে কোন সিসিটিভি ছিল না, তাই আমরা যারা প্রোগ্রামে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে ভিডিও পাওয়ার চেষ্টা করছি।
জানা যায়, ঘটনার সময় বংশিকার পাশে দাঁড়িয়ে ছিলেন ববি রাজ নামের এক যুবক। এদিন বংশিকা এবং ববিকে কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় চারজনকে।
নয়ডার ওই স্টুডিওতে লাইটিং ট্রাসটি স্টেজে পড়ে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা।
জানা গিয়েছে, বিশাল ওই কাঠামো আচমকাই ভেঙে পড়েছিল বংশিকার ওপর। প্রতিভাবান এ মডেলের মৃত্যুতে ফ্যাশন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
Recent Comments