Home / আন্তর্জাতিক শেয়ারবাজার / বিশ্ব শেয়ারবাজারে ব্যাপক দরপতন

বিশ্ব শেয়ারবাজারে ব্যাপক দরপতন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক দরপতন দিয়ে সপ্তাহ শেষ করেছে বিশ্ব শেয়ারবাজার। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বড় বড় শেয়ারবাজারে নেতিবাচক প্রবনতায় লেনদেন শেষ হয়েছে।

নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  ব্যাপক দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত শেয়ারবাজারগুলো। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৪২ শতাংশ বা ১৪৯.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৪৯৩৫.৪৭ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৬ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৫৪ শতাংশ বা ২৩.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৩৯৫.২৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.৩৭ শতাংশ কমেছে।

নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৭১ শতাংশ বা ১০৫.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৭২.৬৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.১১ শতাংশ কমেছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৯৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৬০২.২৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ০.৩০ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার:   যুক্তরাষ্ট্রের মতো মন্দাবস্থায় সপ্তাহ পার করেছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৬৫ শতাংশ বা ৪৬.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭০৩২.৩০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.০৭ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৬১ শতাংশ বা ৯৬.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৫৪৪.৩৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮০ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২১.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৬১২.৭৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬৭ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬০ শতাংশ বা ১৫৩.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৩৬৩.০২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৫ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  ব্যাপক দরপতন দিয়ে সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ১.৮০ শতাংশ বা ৪৯৮.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭২৮৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৬ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৩৫ শতাংশ বা ৩৫৪.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৯৬১.০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.৯৮ শতাংশ কমেছে।

চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৪২ শতাংশ বা ১৪.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৩৯৭.৩৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.৩১ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৬৬.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৫৮৬.৮৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭৩ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ১৩.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১৬৬.৯৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍০.৩১ শতাংশ বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

Check Also

আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে কারেকশন: চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই সপ্তাহ উত্থানের পর  কারেকশনে রয়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *