রবিবার, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেন বৃদ্ধিতে আশাবাদি বিনিয়োগকারীরা
spot_img

লেনদেন বৃদ্ধিতে আশাবাদি বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও লেনদেন। লেনদেন বৃদ্ধিতে পুঁজিবাজারের প্রতি আশাবাদি হয়ে উঠছেন বিনিয়োগকারীরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ১২৯.০৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৭.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৬৩.৯৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯৭.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৫৫ লাখ ৪১ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে অথাৎ গত সপ্তাহের বৃহস্পতিবার ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৪ হাজার ৮০.৯৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৯৪৬.৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১৩৭৪.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৫১ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০৯ কোটি ৩ লাখ ৮৭ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৯ শতাংশ বা ১২৭.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭৪৯.৮০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.১১ শতাংশ বা ৭৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৮০ লাখ ৫২ হাজার ৯৪০ টাকা। গতকাল অথাৎ গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৫০৩ টাকা। গত কার্যদিবসের তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৪২ লাখ ৭১ হাজার ৪৩৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!