শনিবার, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশুটিংয়ে ফিরছেন শাকিব খান
spot_img

শুটিংয়ে ফিরছেন শাকিব খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবারো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বিরতির পর আগামীকাল রবিবার (৫ অক্টোবর) রাজধানীতে শুরু হচ্ছে তার নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

বেশ কিছুদিন ধরেই সিনেমাটি নিয়ে গুঞ্জন চলছিল। তবে শুটিং শুরুর আগে অবশেষে মুখ খুললেন নির্মাতা। তিনি জানান, দেশপ্রেমকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। এর মাধ্যমে তিনি নতুন বাংলাদেশ ও সমকালীন মানুষের ভাবনা, জীবনবোধ ও আশা-আকাঙ্ক্ষা বড় পর্দায় তুলে ধরতে চান।

শাকিব খানকে কিভাবে উপস্থাপন করবেন, সে বিষয়ে ফাহাদ বলেন, “গত কয়েক বছরে দর্শক শাকিব ভাইকে যেভাবে দেখেছেন, ‘সোলজার’-এ তার চেয়ে আলাদা এক চরিত্রে তাকে পাওয়া যাবে। আমরা চাই, তিনি যেন সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন। দেশের মানুষের অনুভূতি ও স্বপ্নগুলো সবচেয়ে জনপ্রিয় নায়কের মাধ্যমে প্রকাশ পেলে দর্শকের সঙ্গে সহজেই সংযোগ তৈরি হবে।”
গল্পে ড্রামা, রোমান্স ও অ্যাকশনের মিশ্রণ থাকবে বলে জানিয়েছেন পরিচালক। তার ভাষায়, “চরিত্র ও পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজন, আমরা সব রাখব। দর্শক এখানে বৈচিত্র্য খুঁজে পাবেন।

লাফিং এলিফেন্ট প্রযোজিত ছবিটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। এছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী, রাকিন আবসারসহ আরও অনেকে। সব কিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরে মুক্তি পাবে ‘সোলজার’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!