ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ৫ থেকে ৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে দর বেড়েছে ৩ টি খাতের এবং দর কমেছে ১৮ টি খাতের। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ২.১৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতের। এই খাতে দর বেড়ে ৫.১ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে কর্পোরেট বন্ড খাতের দর ১.৯৩ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং মিউচুয়াল ফান্ড খাতের দর ০.৭৪ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
উল্লেখ, আলোচ্য সপ্তাহে ৩ খাতের দর বাড়লেও কমেছে ১৮ টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে ভ্রমণ ও অবকাশ। এই খাতের দর কমেছে ৭.০৪ শতাংশ। এছাড়াও আইটি খাতে ৫.৯৯, জুট খাতে ৫.৪৩, সিরামিক ৫.০৯, টেক্সটাইল খাতে ৪.৫৪, সিমেন্ট খাতে ৪.৩৯, আর্থিক খাতে ৩.৯১, কাগজ ও প্রকাশনা খাতে ৩.৫৮, প্রকৌশল খাতে ৩.৪৩, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩.৩৪, ওষুধ ও রসায়ন খাতে ২.৬৫, ব্যাংক খাতে ১.৯৯, জ্বালানি খাতে ১.৭৮, সেবা ও আবাসন খাতে ১.৭৮, বিবিধ খাতে ১.৭৩, ১.৫৩, টেলিকমিউনিকেশন খাতে ১.২৪, ট্যানারি খাতে ০.৮ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা
Recent Comments