রবিবার, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই
spot_img

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাহিত্য জগতে অনবদ্য অবদান রাখায় এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাইকে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।

সুইডিশ অ্যাকাডেমি বলেছে, আকর্ষণীয় এবং দুরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, তার লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।

লাজলো ক্রাজনাহরকাই ডিস্টোপিয়ান ও বিষণ্ণতাময় উপন্যাসগুলোর জন্য খ্যাত। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে, সাটানট্যাঙ্গো, দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স। এগুলো পরবর্তীতে চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ২০১৯ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার জেতেন।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান ক্যাং। তিনি তার ‘গভীর কাব্যিক গদ্য, যা ঐতিহাসিক আঘাতগুলোকে উন্মোচন করে এবং মানবজীবনের নাজুকতাকে সামনে আনে’- এই অনন্য লেখনীশৈলীর জন্য নোবেল পুরস্কার পান।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি পদক এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন (প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার) পান।
নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার ইচ্ছা অনুসারে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যারা অবদান রাখেন তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে স্বীকৃত।

গত ৬ অক্টোবর, চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণার মধ্যে দিয়ে শুরু হয় ২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণা। এ বছর চিকিৎসায় নোবেল পেয়েছেন দুই মার্কিন গবেষক ম্যারি ই. ব্রুনকো ও ফ্রেড রামসডেল এবং জাপানি গবেষক শিমন সাকাগুচি। মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য তারা এই পুরস্কার পান।
৭ অক্টোবর, পদার্থবিজ্ঞানে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস। তারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন’ আবিষ্কারের এই তিন বিজ্ঞানীকে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়।

৮ অক্টোবর, রসায়নবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর এই পুরস্কার পেয়েছেন জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওমর এম. ইয়াগি। ‘ধাতব জৈব-কাঠামো’ উন্নয়নের জন্য এই তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়।

নোবেল কমিটির ওয়েবসাইট থেকে জানা গেছে, আগামীকাল ১০ অক্টোবর ঘোষণা করা হবে এ পুরস্কারের সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি শান্তিতে নোবেলজয়ীর নাম। তার তিন দিন পর ১৩ অক্টোবর সর্বশেষ অর্থনীতি বিভাগে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ডেইলি শেযারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!