ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৮ আগস্ট, সোমবার সপ্তাহের দিত্বীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আজ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ২৯৫ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.২৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬৫ পয়েন্টে। ডিএসইতে ৩৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২১ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার ৬৩০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.