রবিবার, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবসতি মেলায় সাড়া ফেলেছে ওয়ালটন লিফট, এসি
spot_img

বসতি মেলায় সাড়া ফেলেছে ওয়ালটন লিফট, এসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকায় আয়োজিত বসতি মেলায় অংশ নিয়েছিলো দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। মেলায় ইউরোপীয় স্ট্যান্ডার্ডে তৈরি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ লিফট এবং এসি প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি দুই দিনব্যাপী এ মেলায় গ্রাহক ও দর্শনার্থীদের পক্ষ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। মেলার মাধ্যমে সম্ভাবনা তৈরি হয়েছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের।

বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে গত ৬ ও ৭ অক্টোবর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ওই বসতি মেলা। এতে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের টেক জায়ান্ট এবং ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্র্যান্ড ওয়ালটনসহ বিভিন্ন স্তরের মোট ৩৬টি কোম্পানি অংশ নেয়। মেলায় দৃষ্টিনন্দন ডিজাইনে স্টল স্থাপন করেছিলো ওয়ালটন।

জানা গেছে, মেলার প্রথম দিন ওয়ালটনের স্টল পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তিনি দেশের ইলেকট্রনিক্স খাতে ওয়ালটনের নেতৃত্বের প্রশংসা করেন। সেসময় আরো উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট অধিদপ্তরসমূহের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীগণ।

ওয়ালটনের স্টল পরিদর্শনকালীন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “ইউরোপীয় স্ট্যান্ডার্ডে তৈরি বিশ্বমানের পণ্য প্রস্তুত, বাজারজাত ও রপ্তানি করছে ওয়ালটন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাংলাদেশে এরকম বেশি সংখ্যক আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে উঠলে একসময় দেশ অনন্য উচ্চতায় উঠবে। ওয়ালটনের মাধ্যমে ইলেকট্রনিক্স খাতে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করছে বাংলাদেশ। আমাদের প্রত্যাশা, ওয়ালটন তাদের পণ্যের আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেবে।”

মেলায় ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান বলেন, “ওয়ালটন এআই, আইওটি বেজড বিশ্বের সর্বাধুনিক ও উদ্ভাবনী টেকনোলজির পরিবেশবান্ধব এসি উৎপাদন ও বাজারজাত করছে। ওয়ালটন এসির কম্প্রেসরে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাস। যা বায়ুমন্ডলে বিপুল পরিমাণ ক্ষতিকর গ্যাসের নিঃসরণ হ্রাস করে ওজোন স্তর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ওয়ালটন এসি বিটিইউ স্ট্যান্ডার্ড শতভাগ কুলিং ক্যাপাসিটি নিশ্চিত করবে। ওয়ালটন এসি অর্জন করেছে বিএসটিআইয়ের ৬-স্টার অ্যানাজিং রেটিং সনদ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ-সাশ্রয়ী এসি। এ জন্য এসি কেনার সময় অবশ্যই বিএসটিআই কর্তৃক অ্যানার্জি রেটিং দেখে কেনা উচিত।”
তিনি আরো বলেন, “দেশেই আন্তর্জাতিকমানের ব্যাপকমাত্রায় বিদ্যুৎ সাশ্রয়ী ভিআরএফ (ভেরিয়্যাবল রেফ্রিজারেট ফ্লো) এসি উৎপাদন করছে ওয়ালটন। ওয়ালটনের আছে সোলার হাইব্রিড এসি। ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এরই অংশ হিসেবে সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে সর্বাধুনিক ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন চিলার টাইপ কমার্শিয়াল এসি রপ্তানি করেছে ওয়ালটন।”

মেলায় ওয়ালটন লিফটের সিবিও জেনান উল ইসলাম জানান, ওয়ালটন লিফট ম্যানুফ্যাকচারিং প্রজেক্টে কয়েকশত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ওয়ালটন হেডকোয়ার্টার্সে প্রতি সেকেন্ডে ৪ মিটার গতি সম্পন্ন লিফট টেস্টিং টাওয়ার রয়েছে। বর্তমানে বাৎসরিক এক হাজারেরও বেশি ইউনিট লিফট উৎপাদনের সক্ষমতা রয়েছে ওয়ালটনের। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি ওয়ালটন লিফট সাশ্রয়ী মূল্যে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে সর্বোচ্চ মানের কাঁচামাল, অত্যাধুনিক মোটর এবং সর্বাধুনিক প্রযুক্তিতে বিশ্বমানের লিফট তৈরি করা হচ্ছে। বর্তমানে বাজারে ওয়ালটনের বিভিন্ন ধরনের লিফট পাওয়া যায়। এর মধ্যে রয়েছে প্যাসেঞ্জার ও কার্গো লিফট, হাইড্রোলিক কার লিফট, হোম, হাসপাতাল ও ক্যাপসুল লিফট। এসব লিফট বাসাবাড়ি, বহুতল বিপণিবিতান, হাসপাতাল ও শিল্পকারখানায় ব্যবহৃত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মেলায় প্রযুক্তিপণ্য দিয়ে গ্রাহক-দর্শনার্থীদের বিস্মিত করেছে ওয়ালটন। তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে ওয়ালটনের নিরাপত্তাঝুঁকিহীন পরিবেশবান্ধব লিফট ও এসিসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!