ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মশিউর সিকিউরিটিজ লিমিটেড-এর গ্রাহকগদের জরুরি বার্তা দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
রোববার (৫ অক্টোবর) ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, মশিউর সিকিউরিটিজ লিমিটেড-এর গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএসই’র উক্ত ট্রেকহোল্ডার কোম্পানির লেনদেন ও ডিপি ইতোপূর্বে স্থগিত করা হয়েছে। তাই কোম্পানির গ্রাহকগন তাদের বিও একাউন্টে রক্ষিত বিদ্যমান শেয়ারসমূহ অন্যকোন ট্রেকহোল্ডার কোম্পানিতে খোলা লিঙ্ক বিও হিসাবে নির্ধারিত ফরম (CDBL Form-16) পূরণ সাপেক্ষে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে।
এছাড়া সিকিউরিটিজ লেনদেন থেকে সৃষ্ট পাওনা অর্থ ও /অথবা শেয়ার প্রাপ্য থাকলে আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে “www.dse.com.bd/complaintCell_TREC_d.php” এই ওয়েবসাইট লিংক থেকে অভিযোগ ফরম ডাউনলোড পূর্বক প্রযোজ্য ফরম যথাযথভাবে পূরণ করে নিজ স্বাক্ষর সম্বলিত প্রয়োজনীয় কাগজপত্র (যেমন—পোর্টফোলিও ও অন্যান্য) সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো: “চীফ রেগুলেটরি অফিসার”, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি., ডিএসই টাওয়ার, হোল্ডিং নং ৪৬, রোড নং ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯৷ উক্ত বিষয়ে কোন সহযোগিতার প্রয়োজন হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. এর ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে (ফোন নম্বরঃ ০২-৪১০৪০১৮৯-২০০ এর এক্সটেনশন-১৬৪১, ১৬৪২, ১৬৪৩, ১৬৪৪, ১৬৪৫ ও ১৬৪৫; অথবা মোবাইল নং-০১৭১৩-২৭৬৪১৫, ০১৭১৩-৩৬৯৩৬৩, ০১৭১৩-৪২৫৮৩১, ০১৭৩০-৩৩১৮৬৬; অথবা E-mail: icald@dse.com.bd) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
Recent Comments