Wednesday, April 23, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আগের সব ঘটনা ভুয়া ছিল: পূজা চেরি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘গলুই’ সিনেমায় অভিনয় করেন পূজা চেরি। এরপরই তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন ওঠে। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি।

নিন্দুকের কথার কারণে শাকিব-পূজা জুটিকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। এমনকি শাকিব খানের ‘মায়া’ সিনেমায় জুটি বাঁধার কথা থাকলেও পূজার নাম পরিবর্তন করা হয়। দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি।

প্রায় দুই বছর পর শাকিব খান ও পূজা চেরিকে এক মঞ্চে, একসঙ্গে দেখা গেল। মঞ্চে দুজনকে আলাপ করতেও দেখা গেছে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকার সঙ্গে একমঞ্চে দেখা গেল তাদের দুজনকেও।

এ প্রসঙ্গে পূজা চেরি গণমাধ্যমকে বললেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে অনেক দিন পর দেখা। একটি পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে আমিসহ অনেক তারকাই ওই অনুষ্ঠানের শো স্টপার ছিলেন। ওই প্রতিষ্ঠানের পরিচালক শাকিব ভাই। ওখানেই দেখা হয়ে গেল, কথাবার্তাও হলো। অনেক দিন পর শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। তবে ভিড়ের কারণ কথা বলার সুযোগ কম ছিল। শাকিব ভাই আমার খবর নিলেন। আমিও তার খবর নিলাম। আমার মায়ের মৃত্যুর খবর শাকিব ভাইকে জানালাম, এই আরকি। আমার কাজ শেষ হলে পরে আমি চলে আসি, এতটুকুই।’

অনেক দিন পর শাকিবের সঙ্গে দেখাসাক্ষাৎ নিয়ে নতুন করে গুঞ্জনের বিষয়ে পূজার ভাষ্য, ‘কথা সত্য। গতকালই ওখানে এ কথা শুনেছি আমি। তবে এখন আর এসব গুজব-রটনা মাথায় নিই না, গায়ে লাগাই না। এসব নিয়ে ভাবলে কাজ করতে পারব না। তা ছাড়া দর্শকও এখন এসব বোঝে, আগের সব ঘটনা ভুয়া ছিল। আর এখন নতুন করে গুজব তৈরি করে দর্শককে বিশ্বাস করানো যাবে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles