ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই সপ্তাহ উত্থানের পর কারেকশনে রয়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে ভালো অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: উত্থানে শেষদিন পার করলেও সপ্তাহজুড়ে কারেকশনে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ১.০০ শতাংশ বা ৩৩০.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩৭৫.৪৯ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৭০ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ১.৮৯ শতাংশ বা ৭৩.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯৭২.৬১ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.৬৬ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ২.৬৬ শতাংশ বা ২৮৮.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১১৪০.৪৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.৫৫ শতাংশ বেড়েছে।
ইউরোপের শেয়ারবাজার: কারেকশনে সপ্তাহ পার করেছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৩০ শতাংশ বা ২৩.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৭৩০.৫৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৯৯৪ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৭৬ শতাংশ বা ১১৮.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৩৩.৫৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৫ শতাংশ কমেছে।ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৪৪.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯৫.৯৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৯ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭০ শতাংশ বা ১৭৯.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫৭৭৫.৫২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০৩ শতাংশ কমেছে।
এশিয়ার শেয়ারবাজার: সপ্তাহ জুড়ে ভালো অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৫৬ শতাংশ বা ১৪৮.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬৫৫৩.৫৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬৬ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৮২ শতাংশ বা ৩৯৩.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২০৪৪.৬৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪১ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৭৬ শতাংশ বা ২৪.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২৬৪.৮১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.১৮ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ২৩৬.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০৬২১.৭৭ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬০ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৪ শতাংশ বা ১৭.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২৯৩.৭১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু