ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকেরই মনে প্রশ্ন আসে, সামনে আয়না থাকলে কি নামাজ হবে? নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে। আয়নার দিকে বা অন্য কোনোদিকে না তাকালে নামাজ হয়ে যাবে। এখানে চোখ ও নিজের মনকে সংযত রেখে আয়নার দিকে না তাকালে নামাজ কবুলে কোনো সমস্যা হবে না।
তবে, যদি আয়না সামনে থাকলে মনে হয় যে মনোযোগ অন্যদিকে চলে যাবে, চোখ আয়নার দিকে চলে যাবে তাহলে কাপড় বা কোনোকিছু দিয়ে আয়নাটি ঢেকে নামাজে দাঁড়াতে পারেন। অথবা, একটু ডানে বামে দাঁড়াবেন, যেন আয়নার বরাবর সামনে না হয়।
অর্থাৎ, আপনার নামাজে মনোযোগ যেন বিঘ্ন না হয় সেটাই মূখ্য বিষয়। আয়না থাকা বা না থাকা নিয়ে কোনো সমস্যা নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.