Thursday, April 24, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আসন ভাগাভাগি নিয়ে এখনই আলোচনা চায় না বিএনপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দল ও জোটগুলোর সঙ্গে এই মুহূর্তে সমঝোতা চায় না বিএনপি। নির্বাচনের আগে এ বিষয়ে সমমনাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি। তবে যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো সঙ্গে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ ও জাতীয় সরকার গঠন করতে চায় বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে সমমনাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। গণঅধিকার পরিষদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নেতারা এতে অংশ নেন।

বৈঠকে সমমনা দলের নেতারা জাতীয় সরকার গঠনের রূপরেখার বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চান। একই সঙ্গে আসন ভাগাভাগি এবং কোন দলকে কত আসন দেওয়া হবে- সে বিষয়ে বিএনপির সিদ্ধান্ত জানতে চান তারা। এসব প্রশ্নের উত্তরে বিএনপি নেতারা বলেছেন, যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। যারা নির্বাচিত হবেন তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে। কোন দল ও জোটকে কতটি আসন দেওয়া হবে তা নির্বাচনের আগে ঠিক করা হবে। তবে এসব আলোচনা চলমান থাকবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার থেকে নির্বাচনের সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এ নিয়ে আমাদের কারও সঙ্গে আলোচনা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী নির্বাচন। আমরা অবগত নই, কী কারণে এত দীর্ঘ সময়ের কথা বলা হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হবে, এটা দেখতে পাচ্ছি না। তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচনের সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল। অন্যান্য সংস্কারের কথা উঠে এসেছে। কিন্তু সংস্কার মূলত হতে হবে সংসদে। নির্বাচন-সংক্রান্ত সংস্কারগুলো করে অতিদ্রুত নির্বাচন দিতে হবে। অন্যথায় যে সমস্যা ও সংকট তৈরি হচ্ছে তা দূর হবে না।

গণঅধিকার পরিষদের পক্ষে বৈঠকে দলটির আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য ব্যারিস্টার জিসান মহসিন, অ্যাডভোকেট শিরিন আকতার, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে বৈঠকে মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles