Home / আন্তর্জাতিক শেয়ারবাজার / ইউরোপ-আমেরিকায় কারেকশন: চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

ইউরোপ-আমেরিকায় কারেকশন: চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই সপ্তাহ উত্থানের পর কারেকশনে সপ্তাহ পার করেছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। তবে বেশ চাঙ্গা অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  টানা দুই সপ্তাহ চাঙ্গা থাকার পর কারেকশনে সপ্তাহ পার করেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ১.০৫ শতাংশ বা ৩৪৮.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৮৯৯.৭০ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৪ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ১.৬৩ শতাংশ বা ৬৮.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১০৮.৫৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.২০ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ২.৪৭ শতাংশ বা ৩০৪.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২০১২.৭৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.৯৮ শতাংশ কমেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ১.০২ শতাংশ বা ১৬৩.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭৯৭.১৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯১ শতাংশ কমেছে।

ইউরোপের শেয়ারবাজার:  যুক্তরাষ্ট্রের চেয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৯৮ শতাংশ বা ৭৪.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৫৩২.৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.১৪ শতাংশ বেড়েছে।  জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ২৫.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৬০.০৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০১ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৫.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৪৮৫.৩০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪৭ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৬ শতাংশ বা ২৫৯.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪১৬৬.৬৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৯১ শতাংশ কমেছে।

এশিয়ার শেয়ারবাজার:  আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে কারেকশন থাকলেও চাঙ্গা অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ১.২৭ শতাংশ বা ৩৪৭.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৭৬১.৫৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৬৬ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.০০ শতাংশ বা ২১২.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১০৮২.১৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.৮০ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৪২ শতাংশ বা ১৩.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১৯৫.৪৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৩২ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৪৮.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৭৬৯.২৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬১ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৫.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২৩১.৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍০.০৪ শতাংশ বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

Check Also

আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে কারেকশন: চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই সপ্তাহ উত্থানের পর  কারেকশনে রয়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *