ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারের ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ শনিবার ৩০ মার্চ, ২০২৪ তারিখ এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব।
তিনি বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। ঈদের আগে-পরে যদি শুক্রবার থাকে, সেদিনও বন্ধ থাকবে মেট্রোরেল।
এর আগে ঈদের কেনাকাটার সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়। ফলে ২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলছে মেট্রোরেল। গত মঙ্গলবার ২৬ মার্চ রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান মেট্রোরেল চলাচল বুধবার ২৭ মার্চ থেকে এক ঘণ্টা বাড়ছে।
নতুনসূচি অনুযায়ী উত্তরার দিয়াবাড়ি থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ২০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়ছে রাত ৯টা ৪০ মিনিটে। বর্তমানে ২৬ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়তো রাত ৮টা ৪০ মিনিটে। উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৮টায়। এছাড়া বাড়তি সময়ে ট্রেন চলাচল করবে ১২ মিনিট পরপর। চলাচলরত ট্রেনের সংখ্যা বেড়েছে ১০টি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.