ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কারেকশনে সপ্তাহ শেষ করেছে আমেরিকার শেয়ারবাজার। অন্যদিকে আমেরিকার চেয়ে ইউরোপের অবস্থা অপেক্ষাকৃত খারাপ অবস্থায় থাকলেও মিশ্র অবস্থায় সপ্তাহ শেষ করেছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: কারেকশনে সপ্তাহ পার করেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ১.০৫ শতাংশ বা ৩২১.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১০৯৭.২৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২৮ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ১.০৬ শতাংশ বা ৩৯.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৮২৫.৭৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ২.২১ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৯০ শতাংশ বা ৯৯.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১১২৭.৮৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ৪.১৩ শতাংশ কমেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ১.০৩ শতাংশ বা ১৪৯.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৩৬.৭৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১৮ শতাংশ কমেছে।
ইউরোপের শেয়ারবাজার: যুক্তরাষ্ট্রের চেয়ে অপেক্ষাকৃত মন্দাবস্থায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.০১ শতাংশ বা ০.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭১৬৮.৬৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৫৬ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ২৯.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮১৩.০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৩৩ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৮.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩১.০৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৩৪ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ৬০.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৩৫৪.৬৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৪৬ শতাংশ কমেছে।
এশিয়ার শেয়ারবাজার: মিশ্র অবস্থায় সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৪৫৭.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৯৩৫.৬২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.১০ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ১৩৭.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৮৫৯.৭৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৭৫ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৩২ শতাংশ বা ১০.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮৭.৬৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১৩ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১১১.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৯০৭.৯৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৪ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ৬.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩০৯৫.৫৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫২ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু
Recent Comments