ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মিশ্র অবস্থায় সপ্তাহ পার করেছে বিশ্ব শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: সপ্তাহজুড়ে মিশ্র অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৫০ শতাংশ বা ১৬৯.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৮৬৯.২৭ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১৭ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.২২ শতাংশ বা ৮.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪০৯০.৪৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.১১ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৬১ শতাংশ বা ৭১.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৭১৮.১২ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ২.৪১ শতাংশ কমেছে।
ইউরোপের শেয়ারবাজার: যুক্তরাষ্ট্রের মতো মিশ্র অবস্থায় রয়েছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৩৬ শতাংশ বা ২৮.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৮৮২.৪৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.২৪ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ১.৩৯ শতাংশ বা ২১৫.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৩০৭.৯৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৯ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৫৮.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭১২৯.৭৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪৪ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ২৩৫.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭২৬৮.১৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৮৮ শতাংশ বেড়েছে।
এশিয়ার শেয়ারবাজার: পতন থেকে বের হতে পারছে না এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ৮৬.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৭০.৯৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫৯ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ২.০১ শতাংশ বা ৪৩৩.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১১৯০.৪২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.১৭ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৩০ শতাংশ বা ৯.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৬০.৬৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০৮ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২৩.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০৬৮২.৭০ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৬ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ১.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬০.৬৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭০ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু