ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকেই আছেন যারা সবজি কিনে খাওয়া থেকে বেশি পছন্দ করেন ছাদে বা নির্দিষ্ট জমিতে চাষ করে তা খেতে। যেহেতু অনেক বাগানী আছেন যারা জানেন না যে কোন সময় কি চাষ করবেন, তাই আজ থাকছে এ সম্পর্কিত কিছু তথ্য।
মার্চ মাস প্রায় শেষ, তাই সবজি লাগানোর জন্য যদি এপ্রিল মাস বেছে নেন তাহলে-শসা, মূলা, পেঁপে, ঝিঙ্গা, ধুন্দল, মরিচ, পটল, করলা, তরমুজ, চালকুমড়া, কাঁকরোল, মিষ্টিকুমড়া, বরবটি, লালশাক, ঢেঁড়স, বেগুন ও চিচিঙ্গা এ সময়ের জন্য হতে পারে উপযুক্ত।
এছাড়াও মে মাসে চাষযোগ্য সবজি হলো- ধুন্দল, বরবটি, কলমি শাক, লাউ, মরিচ, পেঁপে, শসা, পঁয়াজ (খরিফ), শিম, ঝিঙ্গা, পুঁইশাক, করলা, ডাটা শাক, কাঁকরোল ও মিষ্টি কুমড়া। অর্থাৎ এ দুই মাস ভরপুর সবজি চাষের জন্য উপযুক্ত।
উল্লেখ, যারা ছাদে চাষ করবেন, তারা খেয়াল রাখতে হবে গাছ পুষ্টি ঠিকভাবে পাচ্ছে কিনা আর পানি নিষ্কাশন ভালো ভাবে হচ্ছে কিনা। অনেক ছাদ বাগানী এ সময় একটি সমস্যায় বেশি ভোগেন, তা হলো- মাটিতে পোকা বা কেচো, কেন্নো, শামুক, পিপড়ে সহ অন্যান্য ক্ষতিকারক পোকার উপদ্রোপ, যা টবের মাটিতে থাকা গাছের ক্ষতি করতে পারে। এ সমস্যা এড়াতে মাটিতে ব্যবহার করতে পারেন কার্বফুড়ান বা ফুড়াডান। সেই সাথে নিয়ম করে গাছের খাবার ও ফাংগিসাইড ব্যবহার করা জরুরী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.