ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বুধবার ৩ আগস্ট বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়।
এর আগে গতকাল রবিবার ২ আগস্ট করোনায় ৩ জনের মৃত্যু হয়। এই সময়ে ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.