Wednesday, April 23, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

গ্র্যামি অ্যাওয়ার্ডস উপস্থাপনায় থাকছেন পপ তারকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এবার উপস্থাপক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট। রোববার (২ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই সংগীত অনুষ্ঠান। গ্র্যামির আয়োজক রেকর্ডিং অ্যাকাডেমি শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

লিখেছে, ‘এই রোববার গ্রামি অ্যাওয়ার্ডসে আমাদের সঙ্গে থাকছেন টেলর সুইফট। আপনারা সবাই প্রস্তুত তো? স্থানীয় সময় ২ ফেব্রুয়ারি রাত ৮টায় ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো এই আয়োজন। পারফরম্যান্স নিয়ে জল্পনা।

এদিকে সুইফট এদিন মঞ্চে গান পরিবেশন করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তিনি এ বছর গ্র্যামির ৬ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। তার অ্যালবাম The Tortured Poets Department পেয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এবং ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’-এর মনোনয়ন।

এছাড়া পোস্ট ম্যালোনের সঙ্গে তার গান ‘Fortnight’ পেয়েছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ এবং ‘সেরা মিউজিক ভিডিও’ ক্যাটাগরিতে মনোনয়ন। অন্যদিকে গ্রেসি অ্যাব্রামসের সঙ্গে তার ‘Us’ গানটি সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে। সুইফটের আগের রেকর্ড টেলর সুইফট ইতোমধ্যেই ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছেন। গত বছর তিনি গ্র্যামি মঞ্চে ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’ পুরস্কার গ্রহণের সময় তার ১১তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন।

গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫-এ আরও যারা পারফর্ম করবেন। এ বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডস মঞ্চে গান পরিবেশন করবেন জনপ্রিয় তারকা বিলি আইলিশ, জন লিজেন্ড, সাবরিনা কার্পেন্টার, বেনসন বুনসহ আরও অনেকে। ভক্তরা এখন অপেক্ষায় আছেন, সুইফট শুধু উপস্থাপনায় থাকবেন, নাকি মঞ্চও মাতাবেন নতুন কোনো চমক নিয়ে!

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles