Home / অন্যান্য / দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার অনুমতি থাকছেনা চবিতে

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার অনুমতি থাকছেনা চবিতে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার অনুমতি না থাকার সিদ্ধান্তই বহাল থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুকদের আন্দোলনেও পরিবর্তন হয়নি বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত।

বুধবার ১৮ মে, সন্ধ্যা পর্যন্ত চলেছে বিশ্ববিদ্যালয়ের কোর কমিটির সভা। উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল রহমান। তিনি বলেন, চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার অনুমতি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই কেবল এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। পাশাপাশি মানোন্নয়নের মাধ্যমে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরাও স্নাতক ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার মঙ্গলবার ১৭ মে গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চাই। তবে এটি আমার একার সিদ্ধান্ত না। আমাদের ডিনস কমিটি আছে, একাডেমিক কাউন্সিল আছে। সবার সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

উল্লেখ্য, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। এর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, বি ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৪৪১টি, ডি ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ-ইউনিটের মধ্যে বি১ ইউনিটে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে। বাকি ৭০৭টি কোটায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

Check Also

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মইন খান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পবিত্র  ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ৩ আসনের কেরানীগঞ্জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *