ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাধ্যের মধ্যে ছোট-বড় সবাই চায় ঈদে ভালো ও নতুন পোশাক পরতে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও স্বাদ পূরণ হয় না অনেকের। নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা নামি-দামি ব্যান্ড পছন্দ করলেও কেনার সামর্থ্য নেই। বড় বড় শপিং মলগুলোতে যেতে তারা সাহস পান না। তাই ঈদের কেনাকাটায় তাদের ভরসার জায়গা ফুটপাতের দোকানগুলো। আয় ও ব্যয়ের টানাপোড়েনে থাকা মানুষেরা বলছেন, ব্যয় বেড়েছে দ্বিগুণ হারে, কিন্তু সেই তুলনায় আয় বাড়েনি। এজন্য ঈদের কেনাকাটায় ফুটপাতই ভরসা। বিভিন্ন ঈদ বাজার ঘুরে এবং মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের ক্রেতারা জানান, বড় বড় মার্কেটে গেলে কাপড়ের দাম অনেক বেশি চায়। সেই সামর্থ্য তাদের নেই। এজন্য ফুটপাতকেই কেনাকাটার জন্য বেছে নিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের হাজারও মানুষও ঝুঁকছে ফুটপাতে। ফলে সেখানে ক্রেতার সমাগম বেড়েছে। সুযোগ বুঝে বিক্রেতারা তাদের পণ্যের চড়া দাম হাঁকাচ্ছেন। তাছাড়াও ঢাকার নিউমার্কেট গিয়ে দেখা গেছে, শপিং মলগুলোতে না গিয়ে ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা। তবে দাম বেশি চাইলেও দোকানিরা পারতপক্ষে ফিরিয়ে দিচ্ছেন না ক্রেতাদের। ঈদের বাজারে পণ্য বিক্রি করতে না পারলে পরে লোকসান গুনতে হবে এমন আশঙ্কা থেকে অল্প লাভেই বিক্রি করে দিচ্ছেন বলে জানান বিক্রেতারা।
মেয়ের জন্য ঈদের পোশাক কিনতে এসেছেন জামসেদ শেখ। তিনি বলেন, আমাদের মতো নিম্ন আয়ের মানুষের ভরসা এই ফুটপাতই। মার্কেটে ঢুকতে সাহস পাই না। রাস্তা থেকে ভালো দেখে কেনার চেষ্টা করছি। মার্কেট থেকে কিছুটা কম দামে পাওয়া যায় এখানে।
এদিকে ঈদের কেনাকাটা করতে আসা আছমা বেগম বলেন, স্বামী, ছেলে, মেয়ে ও নিজের জন্য পোশাক কিনতে এসেছি। ফুটপাতেও অনেক সময় ভালো কিছু পাওয়া যায়। তবে দেখে কিনতে হয়। আবার কিছু জিনিস মার্কেট থেকেও কিনব। যেখানে যেটা ভালো পাই নেব।
নিম্ন আয়ের মানুষের কেনাকাটার জায়গা ফুটপাতে তুলনামূলক বেশি আয়ের মানুষেরও আনাগোনা দেখা যায়। অবশ্য এসব বিষয়ে নিয়ে ফুটপাতের ব্যবসায়িরা বলছেন, এবার বিভিন্ন মার্কেটের চেয়ে ফুটপাতে ক্রেতাদের একটু বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বেশ ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ফুটপাতের এসব ব্যবসায়ীরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.