Saturday, February 8, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

নোমান-সাজিদের ঘূর্ণিতে কুপোকাত উইন্ডিজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের দুই স্পিনার নোমান আলী এবং সাজিদ খানের ঘূর্ণিজাদুতে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ। মুলতান টেস্টে পাকিস্তানকে ২৩০ রানে গুটিয়ে দেয় ক্যারিবিয়ানরা। পরে ব্যাট করতে নেমে দুই পাকিস্তানি স্পিনারের কোনো জবাব দিতে পারেননি উইন্ডিজ ব্যাটাররা।

নোমান এবং সাজিদ মিলে ৯ উইকেট শিকার করে তাদের ১৩৭ রানেই আটকে দেন। একপর্যায়ে ৬৮ রানে ৮ উইকেট খুইয়ে বসা ক্যারিবিয়ানরা যে একশর গণ্ডি পেরোতে পেরেছে তার পেছনে বড় অবদান দশম উইকেটে জোমেল ওয়ারিকান ও জেডেন সিলসের ৪৬ রানের ঝোড়ো জুটির।

ক্যারিবিয়ান ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজিদ খান দ্বিতীয় ওভারেই মাইকেল লুইস ও কেসি কার্টিকে পরপর বলে বোল্ড করেন। নিজের পরের ওভারে আরও দুই উইকেট তুলে নেন সাজিদ। অন্যপ্রান্তে নোমানও একের পর এক উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ঘুরে দাঁড়াতে দেননি। শেষ পর্যন্ত দশম উইকেটে ওয়ারিকান এবং সিলসের জুটিতে মান বাঁচানো রান পায় উইন্ডিজ। দশে নেমে দলীয় সর্বোচ্চ ২৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ওয়ারিকান। আর আবরার আহমেদের বলে দলের শেষ ব্যাটার হিসেবে ফেরার আগে সিলস করেন ২২ রান।

পাকিস্তানের পক্ষে ৩৯ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন নোমান। ৪ উইকেট যায় সাজিদের ঝুলিতে। উইন্ডিজকে অল্প রানে গুটিয়ে দিয়ে ৯৩ রানের লিড পায় পাকিস্তান। জবাব দিতে নেমে অধিনায়ক শান মাসুদের ফিফটিতে উড়ন্ত শুরু পায় স্বাগতিকরা। রানআউট হয়ে ফেরার আগে ৫২ রান আসে তার ব্যাটে। ২৯ রান করে ওয়ারিকানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেছেন অন্য ওপেনার মুহাম্মদ হুরাইরা।

তিনে নেমে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি সাবেক অধিনায়ক বাবর আজম (৫)। ওয়ারিকানের বলে তাকে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরতে হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রান তুলেছে পাকিস্তান। তাদের লিড এখন ২০২ রানের।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles