ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফ্লোর প্রাইস আরোপের পর থেকে পুঁজিবাজারের ব্যাংকখাতের বেশিরভাগ শেয়ার ফ্লোরে আটকে রয়েছে। তবে আজ ৮ নভেম্বর ব্যাংক খাতের চিত্র অনেকটা ভিন্ন দেখা গেছে। বিনিয়োগকারীদের এ খাতের প্রতি ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যে কারণে দীর্ঘদিন ফ্লোরে আটকে থাকা শেয়ারগুলো বের হয়ে আসছে। সামনের তৃতীয় প্রান্তিকে ভালো ইপিএস আসবে সেই খবরে ব্যাংক খাতে বিনিয়োগকারীরা ঝুঁকছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ বেশকিছু ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইস থেকে বেরিয়ে এসেছে। এর মধ্যে আল-আরাফা ইসলামি ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে ২৩.৬০ টাকা। আজ ব্যাংকটির শেয়ার দর ১.৬৯ শতাংশ বা ০.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৪ টাকায় লেনদেন হয়।
ডাচ-বাংলা ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে ৬২.৬০ টাকা। আজ ব্যাংকটির শেয়ার দর ০.১৬ শতাংশ বা ০.১০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৬২.৭০ টাকায় লেনদেন হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে ৯.৮০ টাকা। আজ ব্যাংকটির শেয়ার দর ১.০২ শতাংশ বা ০.১০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.৯০ টাকায় লেনদেন হয়।
আইএফআইসি ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে ১১.৫০ টাকা। আজ ব্যাংকটির শেয়ার দর ২.৬১ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১১.৮০ টাকায় লেনদেন হয়।
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফ্লোর প্রাইস হচ্ছে ৩৩ টাকা। গেল দুই কার্যদিবস ধরে ১০ পয়সা করে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে আজ সর্বশেষ ৩৩.২০ টাকায় লেনদেন হয়।
সোসাল ইসলামি ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে ১২.৩০ টাকা। আজ ব্যাংকটির শেয়ার দর ১.৬৩ শতাংশ বা ০.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১২.৫০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.