Tuesday, December 3, 2024
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিধ্বস্ত গাজা: নিহত সাড়ে ১১ হাজার শিশু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। সহসাই এ যুদ্ধ থামছে না বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪৮ জন।

গত চার মাসের কম সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১১ হাজার ৫০০ শিশু নিহত হয়েছে। সেইসঙ্গে এই সংঘর্ষের কারণে অন্তত ১৭ হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে।

গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক ভিডিও পোস্ট করেছে। সেখানে ইসরায়েলি হামলায় নিহত সাড়ে ১১ হাজার শিশুর নাম তারা উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৩১ জন। আহত হয়েছে ৬৬ হাজার ২৮৭ জন। অন্যদিকে গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামাসের ছোড়া রকেট এবং ইসরায়েল সীমান্ত ভেদ করে হামাসের যোদ্ধাদের হামলায় নিহত হয় এক হাজার ১৩৯ জন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles