Saturday, February 8, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিয়ে করলে দিতে হবে না কর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিয়ের ক্ষেত্রে আরোপিত কর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনসহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিয়ে সম্পাদনে একটা কর ছিল। মন্ত্রণালয় এই অযৌক্তি কর আরোপকে বাতিল করেছে।

বিয়ের কর বাতিলের সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে, একজন সাংবাদিক জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বিয়ের ট্যাক্সে আজ সাইন করলাম। আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন।

আসিফ নজরুল বলেন, বিয়ের ফরমে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী। এটা একটা মেয়ের জন্য অমার্যাদাকর শব্দ। সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। এমন ছোটো ছোটো অনেক কাজ করেছি। আরও অনেক কাজ করার চিন্তা আছে।

আইন উপদেষ্টা বলেন, ৩৬ ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যয়ন করে। গত ১৩ ডিসেম্বর থেকে এই সত্যায়ন প্রক্রিয়া অনলাইনভিত্তিক করা হয়েছে। তাই ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করার জন্য জনগণকে আর লাইনে দাঁড়াতে হয় না। আমি শুনেছি আমাদের আইন মন্ত্রণালয়ের সামনে দীর্ঘ লাইন থাকতো সত্যায়ন করার জন্য। বর্তমান পদ্ধতিতে দুই-একদিনের মধ্যেই ঘরে বসে কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে।

তিনি বলেন, এই পদ্ধতিতে সত্যায়নের পর বাংলাদেশি নাগরিকদের বিদেশি দূতাবাসে সার্ভিস ফি দিয়ে সত্যায়ন করা লাগছে না। আমাদের হিসাব অনুযায়ী বছরে জনগণের ৫০০ থেকে ৭০০ কোটি টাকা বেঁচে যাচ্ছে।

বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার বিষয়ে উপদেষ্টা বলেন, ফৌজদারি কার্যবিধির আরও কিছু এরিয়া চিহ্নিত করেছি। ১৫ থেকে ২০টি এরিয়া ইতিমধ্যে চিহ্নিত করেছি। আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী ছয় মাসের মধ্যে করবো। আমাদের যে প্রত্যাশা সবগুলো সংস্কার করে যাবো।

আসিফ নজরুল বলেন, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ সংস্থার কমিশন করা হয়েছে। তাদের সাহায্য নিয়ে আমরা এ কাজগুলো করার চেষ্টা করছি। যাতে একটা সমন্বয় থাকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles