Saturday, February 8, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ব্লক কাটিয়ে রানে ফিরে তামিমের প্রতি হৃদয়ের কৃতজ্ঞতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকদিন ধরেই রানখরায় ভুগছিলেন তাওহিদ হৃদয়। চলতি বিপিএলেও তার ব্যাট হাসছিল না। প্রথম ১২ ম্যাচে মাত্র ১৯৮ রান করেছিলেন, ছিল না কোনো ফিফটি। অবশেষে কোয়ালিফায়ার-১ এ চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৫৬ বলে অপরাজিত ৮২ রানের দারুণ ইনিংস খেলে বরিশালকে ৯ উইকেটের বিশাল জয় এনে দেন তিনি। ম্যাচ শেষে হৃদয় স্মরণ করেছেন তার কঠিন সময় ও সেই সময় পাশে থাকা মানুষদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হৃদয় জানান, পারফর্ম করতে না পারার পেছনে ‘ব্লক’ খাওয়ার মতো এক মানসিক চাপ কাজ করছিল তার মধ্যে। তবে সেই বাধা কাটিয়ে উঠতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল।

হৃদয় লিখেছেন, ‘সেদিন ‘রাইটার্স ব্লক’ নামে একটি শব্দের সঙ্গে পরিচিত হলাম। বিস্তারিত জানার পর মনে হলো, আমিও যেন কোনো এক ধরনের ব্লক খেয়ে আছি। নিয়মিত পরিশ্রম করছি, ধৈর্য ধরছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান আসছিল না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার প্রতি সবার প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল।

তিনি আরও লেখেন, ‘রান না পাওয়ায় আমি যতটা কষ্ট পেয়েছি, তার চেয়েও বেশি হতাশা দেখেছি আমার ভক্ত-সমর্থকদের মধ্যে। তবে আশেপাশের মানুষদের কাছ থেকে সবসময় অনুপ্রেরণা পেয়েছি। তামিম ইকবাল ভাই, আপনাকে বোঝানোর মতো ভাষা নেই যে আপনি কতটা অভিভাবকের মতো ছিলেন আমার জন্য। এত প্রত্যাশার চাপের মধ্যেও পুরো দল আমাকে বারবার বুঝিয়েছে যে, এটি স্বাভাবিক, আমি আবার রানে ফিরব। কৃতজ্ঞতা জানাই আমাদের কোচিং স্টাফ, সতীর্থদের প্রতি, বিশেষভাবে ফিজিও বায়েজিদ ভাই ও শাহীন ভাইকে।

ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় লেখেন, ‘ক্রিকেটপ্রেমীরা আমাদের ভালোবাসেন, ভালো খেললে প্রশংসা করেন, খারাপ খেললে হতাশ হন। তবে তাদের এই ইতিবাচক-নেতিবাচক প্রতিক্রিয়া দুটোই আমাদের শক্তি হিসেবে কাজ করে। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থককে।

হৃদয়ের এই দুর্দান্ত ইনিংস বরিশালের জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি দলের শিরোপা ধরে রাখার আশাকে আরও উজ্জ্বল করেছে। একইসঙ্গে বাংলাদেশ দলও আশাবাদী হতে পারে, কারণ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দে থাকা হৃদয় দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles