ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সংসদের স্পিকারদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১৪ মে) ঢাকা ত্যাগ করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সফর সঙ্গী হিসেবে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন- জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্ম-সচিব মো. এনামুল হক।
আগামী ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত জেনেভায় ‘ফার্স্ট মিটিং অব দি প্রিপারেটরি কমিটি ফর দি সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে যোগ দিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা আজ রাতেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এ সফরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে ‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অফ উইমেন স্পিকার্স অফ পার্লামেন্ট’ শীর্ষক সভাতেও অংশগ্রহণ করবেন। সফর শেষে স্পিকার আগামী ২০ মে দেশে ফিরবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
Recent Comments