ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অঞ্জন’স এর “উৎসবে ও প্রতিদিনে ভিন্নমাত্রা” এই শ্লোগান নিয়ে প্রতিদিনের পথচলা। হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে অঞ্জন’স নিয়ে এসেছে নতুন ডিজাইনের পোশাক।
ষষ্ঠী থেকে দশমী, পাঁচদিনের আনন্দ উৎসবকে আরও বেশি রঙিন করতে অঞ্জন’স নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও প্যাটার্নে বৈচিত্র্যময় পোশাক। এই আয়োজনকে ঘিরে করা হয়েছে জমকালো কাজের শাড়ী, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, লেডিস ফতুয়া, কুর্তা ও টপস। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের রঙ্গিন পোশাক। পোশাকে আরামের কথা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, এন্ডিসিল্ক, এন্ডিকটনসহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড়। পোশাক ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের গয়না ও হোমটেক্সটাইল।
অঞ্জন’স এর সকল শাখায় শারদীয় পূজার পোশাক পাওয়া যাবে। নান্দনিক রুচি ও সর্বশেষ ট্রেন্ড নিয়ে এবারের আয়োজনগুলো অঞ্জন’সের। এছাড়াও অনলাইনে www.anjans.com -এ পাওয়া যাচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.