ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবার সড়ক দুর্ঘটনার কবলে সাবেক তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সন্তান প্যাক্স জোলি-পিট। দুর্ঘটনায় তাঁর বাইক ক্ষতিগ্রস্ত হলেও প্যাক্স অক্ষত আছেন বলে জানিয়েছেন। লস অ্যাঞ্জেলেসে দুর্ঘটনাটি ঘটে। প্যাক্সের বাইকের সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় বাইক ও হেলমেট ক্ষতিগ্রস্ত হলেও ২১ বছর বয়সী প্যাক্স নিরাপদ আছেন।
গত ছয় মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনায় পড়লেন প্যাক্স। এর আগের দুর্ঘটনায় প্যাক্স মাথায় চোট পেয়েছিলেন, সে জন্য তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হতে হয়েছিল। গত ২৯ জুলাই লস অ্যাঞ্জেলেসেই দুর্ঘটনার মুখে পড়েন প্যাক্স। সেই
দুর্ঘটনার পর হাসপাতালে সন্তানকে দেখতে গিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। টিএমজেডকে জোলির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্যাক্স বাইক চালাতে পছন্দ করেন। জোলি চেষ্টা করছেন, যতটা সম্ভব তাঁর প্রতি খেয়াল রাখতে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.