Wednesday, April 23, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

সাকিব-মাশরাফি এখন কাগুজে ক্রিকেটার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। সফল অধিনায়কের তালিকায় মাশরাফি বিন মুর্তজা। দেশের এ দুই বড় তারকা বিপিএল খেলেছেন ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের তালিকায় থেকে। বিসিবির বেঁধে দেওয়া টাকার চেয়ে অনেক বেশি সম্মানীও নিতেন তারা। সেই সাকিব-মাশরাফিকে ছাড়াই আজ থেকে মাঠে গড়াচ্ছে একাদশ বিপিএল। কিংবদন্তি সংগীত শিল্পী মান্না দের গানের মতো করেই তাই লিখতে হচ্ছে– সাকিব নিউইয়র্কে, মাশরাফি মিরপুরে। আজ তারা নেই বিপিএলের খবরে।

দেশের বর্তমান বাস্তবতায় সাকিব-মাশরাফির খেলার সুযোগ না থাকলেও চিটাগং কিংস ও সিলেটের খেলোয়াড় তালিকায় ঠিকই রাখা হয়েছে এ দুই কিংবদন্তিকে। চিটাগং কিংসের আইকন সাকিব। খেলোয়াড় তালিকায় প্রথমেই রাখা হয়েছে তাঁকে। সিলেট স্ট্রাইকার্সের প্রকাশিত খেলোয়াড় তালিকায়ও সম্মান পেয়েছেন মাশরাফি। প্লেয়ার্স ড্রাফট থেকে নড়াইল এক্সপ্রেসকে দলে নিয়েছিল তারা। বাস্তবতা হলো সাকিব-মাশরাফি এখন বিপিএলের কাগুজে ক্রিকেটার।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব দেশে ফিরতে পারছেন না নিরাপত্তার কারণে। দেশে ফিরলে জনরোষের পাশাপাশি গ্রেপ্তার করা হতে পারে হত্যা মামলার হুকুমের আসামি হিসেবে। চেক জালিয়াতির কারণে এরই মধ্যে আদালতে তলব করা হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের।

মাশরাফি দেশে থেকেও প্রকাশ্যে নেই। জনরোষের ভয়ে ঘরবন্দি জীবন তাঁর। পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ককে এবার মাঠেই দেখা যাবে না। ২০১২ ও ২০১৩ সালের বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক ছিলেন মাশরাফি। ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা উপহার দিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। ২০১৭ সালে রংপুর রাইডার্সকে করান চ্যাম্পিয়ন। ২০২২-২৩ সালের বিপিএলে মাশরাফি জাদুতে সাদামাটা দল নিয়ে ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles