ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ও কোচ লিওনেল স্কালোনির অন্যতম ভরসার প্রতীক হুলিয়ান আলভারেজ।২৪ বছর বয়সি এই তরুণ ফুটবলার বর্তমানে ক্লাব ফুটবলে খেলছেন ইংলিশ জায়েন্ট ম্যানচেস্টার সিটির হয়ে। ক্লবটির হয়ে টেবল’সহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন তিনি।
তবে গুঞ্জন আছে বতর্মানে বিশ্বের অন্যতম সেরা ক্লাব সিটির জার্সি গায়ে আর খেলতে চান না এই তারকা। যদিও ক্লাবটির সাথে তার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত।
২০২২-২৩ মৌমুমে ইংলিশ এই ক্লাবটিতে পাড়ি জমান তিনি। ক্লাবটির হয়ে ৬৭টি ম্যাচ খেলে গোল করেছেন মোট ২০ টি। তবে গোল সংখ্যাটা আরো বেশি হতে পারত যদি ক্লাবটির শুরুর একাদশে জায়গা পেতেন এই ফরোয়ার্ড। শুরুর একাদশে জায়গা না পাওয়ার অবশ্য কারণ আছে। তার পজিশনে সিটির হয়ে খেলেন ‘গোলের মেশিন’ খ্যাত নরওয়ের তারকা ফরোয়ার্ড আলিং হালান্ড।
যার কারণে ইংলিশ জায়েন্ট ক্লাবটি ছাড়তে চান আলভারেজ।
বিভিন্ন সময় আর্জেন্টাইন এই তারকা জানান এমন কোনো ক্লাবে যেতে চান তিনি। যেখানে নিয়মিত শুরুর একাদশে খেলার সুযোগ পাবেন তিনি। তার এমন বক্তব্যের পর বেশ কয়েকটি ক্লাব এই তারকাকে নিজেদের ক্লাবে নিতে আগ্রহ প্রকাশ করে। যার মধ্যে অন্যতম স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। তবে আলভারেজকে কোনো ক্লাব নিজেদের ক্লাবে নিতে চায় তাহলেও সিটিকে দিতে হবে ৮০ মিলিয়ন ইউরো।
ক্লাব ছাড়ার বিষয় ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে আলভারেজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে এখনো অনেক আলোচনা আছে। আমি এখন অলিম্পিকে ফোকাস করছি। তবে ম্যানচেস্টার সিটিতে খেলতে আমার খুব ভালো লাগে। আমি অনেক মিনিট খেলেছি। অলিম্পিক শেষে আমি কয়েক দিন ছুটি নেব। এরপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেব। এছাড়াও আলভারেজের ক্লাব ছাড়ার বিষয়ে সিটি কোচ পেপ গার্দিওয়ালা বলেন, সে (আলভারেজ) বলেছে, সে এই বিষয়ে ভেবে সিদ্ধান্ত নেবে। সে না থাকতে চাইলে আমরা তার এজেন্টের সাথে কথা বলব। তার পর দেখব কী করা যায়।
এছড়াও আলভারেজ ক্লাব ছাড়ার কারণ নিয়ে সিটি বস বলেন, আমি জানি সে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো খেলতে চায়। সবাই এটা চায় এবং সেটা চাওয়া যৌক্তিক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
Recent Comments