Home / এক্সক্লুসিভ / রিং সাইনের মালিকানা পরিবর্তন: ফায়দা লুটছে কারসাজি চক্র

রিং সাইনের মালিকানা পরিবর্তন: ফায়দা লুটছে কারসাজি চক্র

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের রিং সাইন টেক্সটাইলস লিমিটেডের মালিকানা পরিবর্তনের খবর ছড়িয়ে আবারো কারসাজির ছক আঁকছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এর আগে রিং সাইন টেক্সটাইলকে ইউনিয়ন গ্রুপ অধিগ্রহণ করবে বলে সংবাদ ছড়িয়ে শেয়ারটির শেয়ার দর অনেক বৃদ্ধি করানো হয়। পরবর্তীতে ইউনিয়ন গ্রুপ বিনিয়োগ করবে না বলে সংবাদ ছড়ালে শেয়ারটির দর অনেক কমে যায়। এতে এক শ্রেণীর বিনিয়োগকারী লাভবান হলেও বিপদে পড়ে যায় সাধারণ বিনিয়োগকারীরা। বর্তমানে আবার এই কোম্পানিকে কুইন সাউথ টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াং জেমির ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়াইজ স্টার টেক্সটাইল মিলস অধিগ্রহণ করবে বলে জানানো হচ্ছে। কিন্তু রিং সাইন টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

এ ব্যাপারে রিং সাইনের ব্যবস্থাপনা পরিচালক সাং ওয়ে মিন ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, এর আগেও রিং সাইনের অধিগ্রহণ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম; তখন আমাদের সঙ্গে এ বিষয়ে কারো কথা বার্তা হয়নি। বর্তমানে আবার একই ইস্যুতে আমাদের কোম্পানি নিয়ে বাজারে গুজব ছড়ানো হয়েছে। এক্ষেত্রেও কোম্পানিটির অধিগ্রহণের বিষয়ে আমরা কিছুই জানি না। এসব খবর ছড়িয়ে শেয়ার দরকে ম্যানুপুলেট করে কেউ কেউ ফায়দা লুটতে চায়। সাধারণ বিনিয়োগকারীদের এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন রিং সাইনের ব্যবস্থাপনা পরিচালক।

এদিকে রিং সাইনের অধিগ্রহণের বিষয়ে কুইন সাউথ টেক্সটাইলের কোম্পানি সচিব মাসুম রানা ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, কুইন সাউথ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকের আরেকটি কোম্পানি ওয়াইজ স্টার টেক্সটাইল মিলস রিং সাইন টেক্সটাইলকে অধিগ্রহণ করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে। এখন এটির পরবর্তী কার্যক্রম কমিশনের অনুমোদন পাওয়ার পর শুরু হবে বলে জানান তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

Check Also

ব্লক মার্কেটও যেতে পারছেন না ক্ষুদ্র বিনিয়োগকারীরা

  ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দিন যত যাচ্ছে ততই মার্কেট স্থবির হয়ে পড়ছে। কোন গতি না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *