Home / আন্তর্জাতিক শেয়ারবাজার / একনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন

একনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আবারো দরপতনের কবলে পড়েছে বিশ্ব শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: আবারো পতনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.২২ শতাংশ বা ৭৩.৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৩১৪৭.২৫ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১৭ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.২৫ শতাংশ বা ৯.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৮৩৯.৫০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.১৪ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ১১.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৪৬৬.৪৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.৩০ শতাংশ কমেছে।

ইউরোপের শেয়ারবাজার: যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের শেয়ারবাজারেও পতন হয়েছে। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৮১ শতাংশ বা ৬০.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৪৫১.৭৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.২৮ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ১.০৫ শতাংশ বা ১৪৮.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯২৩.৫৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১২ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫২ শতাংশ বা ৯৯.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৪৭৩.৭৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪৮ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৫ শতাংশ বা ৩৪৯.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩৭০৬.৯৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭২ শতাংশ কমেছে।

এশিয়ার শেয়ারবাজার: উত্থানে শেষদিন পার করলেও সপ্তাহ জুড়ে পতনে রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬০৯৪.৫০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫৪ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ৪০.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯৭৮১.৪১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৬ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৫১ শতাংশ বা ১৫.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০৮৯.২৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪২ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ২৯৩.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০৮৪০.৭৪ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬৬ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ২.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২৫১.৩২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২০ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

Check Also

আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে কারেকশন: চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই সপ্তাহ উত্থানের পর  কারেকশনে রয়েছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। অন্যদিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *