Home / অন্যান্য / ওসি প্রদীপ রিমান্ড শেষে কারাগারে

ওসি প্রদীপ রিমান্ড শেষে কারাগারে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাশের চতুর্থ দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
চতুর্থ দফায় একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত ওসি প্রদীপ কুমার দাশকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার দুপুরে প্রদীপকে রিমান্ডে নেয় র্যাব।

কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাশ জানান, চতুর্থ দফায় একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে ওসি প্রদীপকে আদালতে হাজির করে র্যাব। বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও জানান, এর আগে প্রদীপকে তৃতীয় দফা রিমান্ড শেষে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী সংস্থা র্যাব অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপের আরেক দফা রিমান্ড আবেদন করেন। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও থানার এসআই নন্দদুলাল রক্ষিতকে গত শুক্রবার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেয়া হয়। তাদের মধ্যে রোববার দায় স্বীকার করে জবানবন্দি দেন লিয়াকত। সোমবার ১৬৪ ধারায় জবানবন্দি দেন নন্দদুলাল।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সিনহা হত্যা মামলার ১৩ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন– টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দদুলাল রক্ষিত, এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য– এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ এবং টেকনাফের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আইয়াস।

রিমান্ড শেষে এপিবিএনের তিন সদস্য কয়েক দিন আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Check Also

ঘরের বাতাস শীতল থাকবে যেসব গাছ লাগালে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তীব্র তাপপ্রবাহের কারণে ঠাসবুনটের শহরে স্বস্তি মিলছে না। সারাদিন কর্মব্যস্ততার পর বাসায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *