Home / খেলা-ধুলা / গিলের সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত

গিলের সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওপেনার শিভমন গিলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে স্বাগতিক ভারত। বুধবার (১ ফেব্রুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারত ১৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ডকে। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ভারত।

ছয় ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির ইনিংসে অপরাজিত ১২৬ রান করেন গিল। বিরাট কোহলির রেকর্ড ভেঙ্গে ভারতের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন গিল। গেল বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ১২২ রান করেছিলেন কোহলি। সিরিজে ১-১ সমতা নিয়ে আহমেদাবাদে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে ১ রান করা ওপেনার ইশান কিষানকে হারায় ভারত।

এরপর ব্যাট হাতে ঝড় তুলেন আরেক ওপেনার গিল। ৩৫ বলে হাফ-সেঞ্চুরি পাওয়া গিল পরের ফিফটি পেতে বল খেলেছেন ১৯টি। ৫৪ বলে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন ইনফর্ম গিল। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ১২টি চার ও ৭টি ছক্কায় ৬৩ বলে অনবদ্য ১২৬ রান করেন গিল। এছাড়াও রাহুল ত্রিপাটি ২২ বলে ৪৪, সূর্যকুমার যাদব ১৩ বলে ২৪ ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৩০ রান করেন। ২০ ওভারে ৪ উইকেটে ২৩৪ রানের পাহাড় গড়ে ভারত। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ দলীয় রান করলো টিম ইন্ডিয়া।

২৩৫ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ভারতীয় পেসারদের তোপে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। ৭ রানে ৪ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ১২ দশমিক ১ ওভারে ৬৬ রানে গুটিয়ে যায় কিউইরা। সফরকারীদের মাত্র দু’জন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। ড্যারিল মিচেল সর্বোচ্চ ৩৫ ও অধিনায়ক মিচেল স্যান্টনার ১৩ রান করেন। ভারতের পান্ডিয়া ৪টি, অর্শদ্বীপ-উমরান ও মাভি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন গিল। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পান্ডিয়া।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

Check Also

আমিরকে জাতীয় দলে ফেরাতে ‘বড় ভূমিকা’ রেখেছেন যে সতীর্থ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় সাড়ে চার বছর পর অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *