Home / আন্তজার্তিক / দিল্লিতে ‘পরিকল্পতি গণহত্যা’ পরিচালনা করা হয়েছে – মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ‘পরিকল্পতি গণহত্যা’ পরিচালনা করা হয়েছে – মমতা বন্দ্যোপাধ্যায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা ও সংঘর্ষের ঘটনার সমালোচনা করে দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লিতে ‘পরিকল্পতি গণহত্যা’ পরিচালনা করা হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নেতাজি ইন্ডোরে আয়োজিত এক সভায় একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকার দিল্লিতে ‘গুজরাট মডেল’ প্রয়োগ করতে চেয়েছে বলেও অভিযোগ করেন মমতা। পাশাপাশি উস্কানিমূলক মন্তব্যের পরো কেন দলের নেতাদের গ্রেফতার করা হলো না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

দিল্লির ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত কয়েকদিন ধরে দিল্লিতে যেভাবে হত্যাকাণ্ড সঙ্ঘটিত হয়েছে, আমি মনে করি পরিকল্পনা করে ওই গণহত্যা হয়েছে। সোমবারও চারটি লাশ পাওয়া গেছে। নালা-নর্দমা থেকে লাশ বেরিয়ে আসছে। আমাদের হাতে শুধু রাজ্য পুলিশ থাকে। কিন্তু দিল্লির পুলিশ তো কেন্দ্রীয় সরকারের আওতায়। সেনা, এসএসবি, সিআরপিএফ থাকা সত্ত্বেও শিখ দাঙ্গার পর আবার এত বড় একটা গণহত্যা ঘটলো কীভাবে? বিজেপি কেন ক্ষমা চাইল না? যারা প্ররোচণা দিয়েছেন, সেই বিজেপি নেতারা গ্রেফতার হননি কেন?’

মমতা আরো বলেন, ‘গুজরাট মডেল নিয়ে এসেছে মোদি সরকার। দিল্লিতে ওই মডেল প্রয়োগ করেছে। দিল্লিতে যা হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস।’

উল্লেখ্য, দিল্লিতে নিহত বেড়ে হয়েছে ৪৬। এর আগেও দিল্লির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা। ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় আন্ত-রাজ্য পরিষদের বৈঠকে যোগ দিয়ে অমিত শাহের সামনে উদ্বেগ প্রকাশ করেছিলেন তৃণমূলনেত্রী। কিন্তু তিনি দিল্লির ঘটনা নিয়ে কলকাতায় যে ভাষায় প্রতিবাদ করলেন, তা রাজনৈতিকভাবে তাপর্যপূর্ণ বলে মনে করছে ভারতের রাজনৈতিক মহলের একাংশ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Check Also

শিকাগোতে ৬৮ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী গ্রেপ্তার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগোর স্কুল অব আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্থাপন করা একটি ক্যাম্প ভেঙে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *