Home / বিনোদন / বাংলাদেশের ‘নির্বাণ’ জিতল মস্কো উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড

বাংলাদেশের ‘নির্বাণ’ জিতল মস্কো উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৬তম আসরে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। গতকাল উৎসবের শেষ দিনে মস্কোতে সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম পুরস্কারটি গ্রহণ করেন।

পুরস্কার পেয়ে পরিচালক আসিফ ইসলাম বলেন, এটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা।

সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। পুরস্কার হাতে নেওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম। এখনো আমি কাঁপছি।কথা বলতে পারছি না। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে।’

আগেই জানা গেছে, বিশ্বের মর্যাদাসম্পন্ন এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে এবং প্রদর্শনীতে উপস্থিত থাকতে মস্কো চলে গিয়েছিলেন পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি।

একসঙ্গে হেঁটেছেন রেড কার্পেটের আয়োজনে। গেল ২২ এপ্রিল উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। হাউসফুল দর্শকরা ছবিটির প্রশংসা করেন। এদিকে পুরস্কার পাওয়ার খবরে ছবিটির অভিনেত্রী প্রিয়াম অর্চি বলেন, আমি ভীষণ আনন্দিত। নির্বাণের পেছনে আমরা যে শ্রম দিয়েছি, সেটা সার্থক হলো!’

উল্লেখ্য, আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ নির্মাণ করেছেন দেশের তরুণ ও মেধাবী পরিচালক আসিফ ইসলাম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

Check Also

ওটিটির দামি অভিনেতা অজয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আধুনিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম নতুন সংযোজন। করোনা সংকটের সময়ে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *