ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বেশ কিছু দিন ধরে একটানা বেড়েছে বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দর। যার ফলে এ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিলো। পরবর্তী্তে দর বাড়িয়ে শেয়ার বিক্রয় করে বের হয়ে যাচ্ছে এক শ্রেনির কারসাজি চক্র। যে কারণে এখাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমছে। অন্যদিকে এসব কোম্পানির শেয়ার কিনে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তথ্যমতে, সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেড।
গত সপ্তাহে কোম্পানির দর কমেছে ১৮ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৫ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্সুরেন্সের দর কমেছে ১৬ দশমিক ৩৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্সুরেন্সের দর কমেছে ১৫ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৭ লাখ ১১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নিটল ইন্সুরেন্সের ১৪ দশমিক ৫৪ শতাংশ , জনতা ইন্সুরেন্সের ১৩ দশমিক ১৯ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ১১ দশমিক ৮০ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ১১ দশমিক ৭৫ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ১১ দশমিক ৬৩ শতাংশ, পূ্রবী ইন্সুরেন্সের ১১ দশমিক ৫৬ শতাংশ ও রূপালী লাইফ ইন্সুরেন্সের ১১ দশমিক ৪২ শতাংশ শেয়ার দর কমেছে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
Recent Comments