Home / আজকের সংবাদ / মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ১০ সদস্যের বোর্ড গঠন

মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ১০ সদস্যের বোর্ড গঠন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারের স্থিতিশীলতার জন্য গঠিত মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের বোর্ড অব গভর্ন্যান্সের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২২ আগস্ট বিএসইসির ডেপুটি পরিচালক মো: সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি নজিবুর রহমান। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন: বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তানজিলা দিপ্তী, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া, সিএসই’র চেয়ারম্যান, সিডিবিএলের ভাইস-চেয়ারম্যান এ.কে.এম নুরুল ফজল বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তারেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানি (বিএপিএলসি) প্রেসিডেন্ট এবং এ.কে.এম দেলয়ার হোসেন এফসিএমএ।

বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা ৩ বছরের জন্য নিয়োজিত থেকে অফিস করবেন। ফান্ডের নিয়মানুযায়ী বোর্ড দায়িত্ব পালন করবেন। এছাড়া বোর্ডের যেকোন সদস্যকে বাদ দেওয়া বা নিয়োগ দেওয়ার এখতিয়ার কমিশনের রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

Check Also

বিকেলে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির শেয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *