Home / আন্তজার্তিক / রাফাহতে শিগগিরই স্থল অভিযান চালাবে ইসরায়েল

রাফাহতে শিগগিরই স্থল অভিযান চালাবে ইসরায়েল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় হামাসের শেষ ঘাঁটি রাফাহ শহরে অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। দ্রুত রাফাহতে অভিযান চালানো হবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ইসরায়েল।

গাজায় ইসরায়েলের ১৬২তম ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল ইতজিক কোহেন বলেন, ‘উত্তর সেক্টরে হামাসের ওপর প্রবলভাবে আঘাত হানা হয়েছে। উপত্যকার কেন্দ্রেও আঘাত হানা হয়েছে। শিগগিরই রাফাহতেও আঘাত হানা হবে।

উত্তর গাজায় ইসরায়েল যখন হামলা চালাচ্ছিল তখন ১০ লাখ ফিলিস্তিনি উত্তর গাজার রাফাহতে আশ্রয় নেয়। ইসরায়েল কয়েক মাস ধরে শহরটিতে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে আসছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান জ্যান এগেল্যান্ড বলেছেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুচ্যুতি শিবির রাফাহজুড়ে যুদ্ধ শুরুর সময় গণনা চলছে বলে মনে হচ্ছে। তিনি জানান, রাফাহতে স্থল হামলা বড় বিপর্যয়ের সৃষ্টি করবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

Check Also

গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইতালি সরকারের বিরুদ্ধে মামলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইতালি সরকারের বিরুদ্ধে রোমের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *