Home / আজকের সংবাদ / সাজেদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সাজেদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাজেদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার গ্রীণ বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৭ এপ্রিল) কমিশনের ৭৬৯ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিএসইসির তথ্যমতে, সাজিদা ফাউন্ডেশনের ১০০ কোটি টাকার দুই বছর মেয়াদী আনসিকিউরড, নন-কনভারটিবল, সম্পূর্ণরূপে অবসায়নযোগ্য প্রথম গ্রিন জিরো কপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বিএসইসির কমিশন সভায়। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান ইন্সুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে নতুন এবং চলমান প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বর্ধিত করণের পাশাপাশি পরিবেশ উন্নয়ন নিশ্চিত করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য দশ লক্ষ টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লি: এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

Check Also

সরকারী প্রতিষ্ঠানগুলোকে তালিকাভূক্তির নির্দেশ: মাননীয় প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সরকারী প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভূক্তির নির্দেশনা প্রদানের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *