Home / খেলা-ধুলা / ১০ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ শহিদুল

১০ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ শহিদুল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পেসার শহিদুল ইসলাম। এরপর দলের সঙ্গে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও কোনো ম্যাচ খেলতে পারেননি।  কিন্তু এর মধ্যেই শুনলেন দুঃসংবাদ। তাকে ১০ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, গত মার্চে শহিদুল থেকে নমুনা নেওয়া হয়। পরীক্ষার পর এতে নিষিদ্ধঘোষিত দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। শহিদুল নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তবে ইচ্ছেকৃতভাবে নেননি। অন্য একটি চিকিৎসার জন্য ওষুধটি ব্যবহার করেন।

দোষ স্বীকার করায় গত মে মাস থেকেই অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা চলছে এই পেসারের। ফলে তার নিষেধাজ্ঞা শেষ হবে আগামী বছরের ২৭ মার্চ। অর্থাৎ ২৮ মার্চ থেকে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন শহিদুল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

Check Also

আমিরকে জাতীয় দলে ফেরাতে ‘বড় ভূমিকা’ রেখেছেন যে সতীর্থ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় সাড়ে চার বছর পর অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *