Home / জাতীয় / ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩২ জন

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩২ জন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। মঙ্গলবার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ।

এর আগে গতকাল সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৩৭ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

Check Also

আজ গণহত্যা দিবস: রাজধানীতে সমাবেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *