ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিনহাজ আহমেদ পদত্যাগ করেছেন। আর তার পদত্যাগকে ঘিরে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, পরিচালকরা নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আবার কেউ বলছেন, একজন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে মিনহাজ আহমেদ ব্যর্থ হয়েছেন, যে কারণে পরিচালককরা তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমেও খবর প্রচারিত হয়েছে। তবে উল্লেখিত সবগুলো কারণই মিথ্যা বলে জানিয়েছেন সৈয়দ মিনহাজ আহমেদ।
এ ব্যাপারে তিনি ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, গত দুই বছর নানা সমস্যা মাথায় নিয়ে কাজ করেছি। এখন ব্যক্তিগত কারণে এ পদ থেকে সরে এসেছি। ৩ জুলাই আমি পদত্যাগপত্র জমা দেই এবং ৯ জুলাই অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় তা অনুমোদন করা হয়। এছাড়া পরিচালকদের নানা অভিযোগ বা পদত্যাগে বাধ্য করার যে পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে তা সঠিক নয়।
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে উত্তরা ফাইন্যান্সে এমডি হিসেবে যোগ দেন সৈয়দ মিনহাজ আহমেদ। ওই বছরের জুনে উত্তরা ফাইন্যান্সের এমডি এস এম শামসুল আরেফিনকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানকে পরামর্শ দেওয়া হয়। উত্তরা ফাইন্যান্স থেকে অর্থ আত্মসাৎ, অর্থ আত্মসাতে অন্যদের সহায়তা ও আর্থিক প্রতিবেদনে তথ্য গোপনের অভিযোগে শামসুল আরেফিনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উঠে আসে, উত্তরা ফাইন্যান্সের ২০১৯ সালের আর্থিক প্রতিবেদনে মার্চেন্ট ব্যাংকিং ও শেয়ারবাজারের মার্জিন ঋণের পরিমাণ ছিল ৫৯৭ কোটি টাকা। এর মধ্যে ৩৫০ কোটি টাকা জমা হয়েছে উত্তরা ফাইন্যান্সের বিভিন্ন পরিচালকের ব্যাংক হিসাবে। কোনো ধরনের আবেদন, প্রস্তাব বা অনুমোদন ছাড়া পরিচালকদের বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি টাকা ছাড় করা হয়েছে। এর বাইরে উত্তরা মোটরস ও উত্তরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৩৫ কোটি টাকা দেওয়া হয়েছে, যার কোনো অনুমোদন নেই।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির এমডিকে অপসারণের পাশাপাশি নানা ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডট কম/নি