ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে হিজাব না পরায় নয়জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়া শিক্ষক রুমিয়া সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
শুক্রবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী।
তারা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি হিজাব না পরায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির নয়জন শিক্ষার্থীর চুল কেটে দেন শিক্ষক রুমিয়া সরকার। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পাচ্ছে এবং যে শিক্ষার্থীদের চুল কাটা হয়েছে তাদের মধ্যে এক ধরনের ট্রমা তৈরি হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানান সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.