Thursday, April 24, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

টানা দ্বিতীয়বারের মত কোপা জয় আর্জেন্টিনার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবশেষে নানান নাটকীয়তার পর শেষ হলো কোপা আমেরিকার ফাইনাল। অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে  টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকা জয়  করে নেয় আর্জেন্টিনা।

আনহেল ডি মারিয়ার বিদায়ী ম্যাচ ছিল এটি আর তাই জয়টা তাকেই উৎসর্গ করতে চেয়েছিল আর্জেন্টিনা।

বিশৃঙ্খলার কারণে প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট দেরিতে শুরু হওয়া আর্জেন্টিনা–কলম্বিয়ার ফাইনাল ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটেও ঘটে নানা নাটকীয় ঘটনা। আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যায় লিওনেল মেসি। নিকো গঞ্জালেস গোল করলেও অফসাইডের কারণে আর্জেন্টিনার গোল বাতিল করেন রেফারি। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকার ফলে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে।

ম্যাচ শুরু হওয়ার পর প্রথম আক্রমণটা করেছিল আর্জেন্টিনা। কিন্তু এরপর থেকেই ম্যাচে কলম্বিয়ার আধিপত্য শুরু হয়। পুরো প্রথমার্ধ জুড়েই আর্জেন্টিনার ওপরে আধিপত্য ছিল হামেস রদ্রিগেজ–লুইস দিয়াজদের। কলম্বিয়া ম্যাচের প্রথম ৫ মিনিটে গোল করার সুযোগ পেলেও, বাঁ প্রান্ত দিয়ে বক্সের বাইরে থেকে লুইস দিয়াজের গড়ানো শট এমিলিয়ানো মার্তিনেজ সহজেই গ্লাভসে নেন। পরের মিনিটেই ডান প্রান্ত থেকে হামেস রদ্রিগেজের ছোট ক্রস থেকে বক্সের মধ্য থেকে ভলি করেন করদোবা কিন্তু বল দূরের পোস্টে লেগে চলে যায় বাইরে।

এরপর ১৯ মিনিটে দি মারিয়ার দুর্দান্ত এক নিচু ক্রস থেকে বক্সের মধ্যে বল পান আর্জেন্টিনার অধিনায়ক মেসি। প্রথম স্পর্শটাই ছিল গোলমুখী তীব্র গতির শট। কিন্তু আর্জেন্টিনারই এক খেলোয়াড়ের পায়ে লেগে বলের গতি কমে যায়। কলম্বিয়ার গোলকিপার ভারহাস সহজেই বল গ্লাভসে নেন।

৬৩ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন তারকা। কারন তখনও যে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। এ সময় গ্যালারিতে আসা আর্জেন্টাইন সমর্থকরা দাঁড়িয়ে মেসিকে সম্মান জানিয়েছেন।

মেসির এই চোখের জল বৃথা যেতে দেয়নি আর্জেন্টিনা। অফসাইডে গোল বাতিল হলেও ৯৭ মিনিটে মাঠে আসা লাওতারো মার্তিনেজ এসেই যেন বদলে দিলেন দলের চেহারা। দারুণ এক গোল করে উৎসবের আমেজ তৈরি করলেন গ্যালারিতে।ম্যাচের ১১২ মিনিটে মার্তিনেজের সেই গোলটিই গড়ে দিলো আর্জেন্টিনার জয়। সেইসাথে টানা দ্বিতীয় ও সর্বমোট ১৬তম কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলল আলবিসেলেস্তেরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles