ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ শনিবার, ১১ জুন বাংলাদেশ সময় সোয়া ৩টায় কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। বারবার সুযোগ পেয়েও ফিনিশারের অভাবে গোল হাতছাড়া হয় লাল-সবুজ জার্সিধারীদের।
আলতিমিরাত আনাদুর্দির সপ্তম মিনিটে কর্নার থেকে গোল আদায় করে পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। তবে সেই গোল শোধ করতে মাত্র পাঁচ মিনিট নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে ১-১ সমতা আনেন মোহাম্মদ ইব্রাহিম। সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
প্রথমার্ধে বাংলাদেশ বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু গোল বের করতে পারেনি। বিরতির পরও বেশ কিছু সুযোগ পায় সফরকারীরা। ফিনিশারের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের ৭৭ মিনিটে আলতিমিরাতের ক্রস থেকে আমানভ আরসালানের গোলে এগিয়ে যায় তুর্কমেনিস্তান। এই গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.