Saturday, February 8, 2025
spot_img
spot_imgspot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিপিএল ২০২৫: ব্যাটে-বলে সেরা পাঁচে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিটন দাস বিপিএলের ঢাকা পর্বে একেবারেই ব্যর্থ ছিলেন। ওই লিটন সিলেট পর্বে দুই ম্যাচে ভালো রান পান। এক সেঞ্চুরির সঙ্গে এক ফিফটি মারেন তিনি। চট্টগ্রাম পর্বে দুয়ো শুনতে হয়েছে তাকে। পরে ম্যাচেই দারুণ এক ফিফটি করেছেন ডানহাতি ব্যাটার। এতেই বিপিএলের চলতি আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন তিনি।

বাংলাদেশের ঘরোয়া প্রতিযোগিতা মানেই এনামুল হকের ব্যাটে রান। এবারের বিপিএলেও রান পাচ্ছেন তিনি। ডানহাতি এই ব্যাটার এক সেঞ্চুরিতে এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ ৩৪৫ রান করেছেন। দুইয়ে আছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম। তার ব্যাট থেকে এসেছে ৩৩০ রান।

রান তালিকায় তিনে নাম তোলা লিটন এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩২৩ রান করেছেন। সেরা পাঁচে থাকা একমাত্র বিদেশি গ্রাহাম ক্লার্ক। তিনি ৩১৬ রান করেছেন। পাঁচে আছেন জাকির হাসান। তিনি ২৯৮ রান করেছেন। সিলেট পর্বে রানের তালিকায় সবার ওপরে ছিলেন তিনি।

তাসকিন বিপিএলের শুরু থেকেই নিয়মিত উইকেট পাচ্ছিলেন। তার ইকোনমি রেটও ভালো। তাসকিন ৯ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। এক ম্যাচে ৭ উইকেট নেওয়ায় অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছেন তিনি। খুলনার আবু হায়দার ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আছেন দুইয়ে। তৃতীয় সর্বাধিক ১২ উইকেট নিয়েছেন রংপুরে খেলা পাকিস্তানি পেসার আকিফ জাভেদ। খুলদিল শাহ ৮ ম্যাচে ১১টি ও খালেদ আহমেদ ৭ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles