ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিয়ে করেছেন চিত্রনায়িকা শারমিন জোহা শশী। বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন তিনি। ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় অভিনেত্রীর। খবরটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন শারমীন জোহা শশী। বর খালিদ হোসাইনের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত।
এরপর লিখেছেন, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি। আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
শশীর স্বামীর নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত আছেন। তিনি পেশায় একজন ডাবিং ডিরেক্টর। এদিকে শশীর বিয়ের পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত অনুরাগী থেকে শুরু করে সহকর্মী তারকারাও।
বিয়ের প্রসঙ্গ নিয়ে শশী গণমাধ্যমকে জানান, প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস ‘হাজার বছর ধরে’। সেই উপন্যাসটি চলচ্চিত্রে রূপ দিয়েছেন অভিনেত্রী পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা। তাতে টুনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন শারমীন জোহা শশী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আর.
Recent Comments